কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
পবা উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ২৩,০৬২ একর (প্রায়)[১] বা ৯৩.৩৩ বর্গকিলোমিটার। ইউনিয়নে মোট গৃহব্যবস্থাপনার সংখ্যা ৫,৯৫২টি।
হরিয়ান ইউনিয়ন ১৬ মৌজা নিয়ে গঠিত। মৌজা সমুহ ১১টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হলঃ
ছোট মল্লিকপুর
বড় মল্লিকপুর
কুখন্ডি মন্ডলপাড়া
কুখন্ডী শেখপাড়া
কিসমত কুখন্ডী
কুখন্ডী সোনারপাড়া
জয়পুর
কুখন্ডী খাঁপাড়া
হরিয়ান উত্তরপাড়া
রাচিক কলোনী
হরিয়ান দক্ষিনপাড়া
রুপসীডাঙ্গা
নলখোলা
হরিয়ান পূর্বপাড়া
হরিয়ান দহপাড়া
কাজিরপাড়া
সূচারণ
কালিয়াপাড়া
হাজরাপুকুর
মোহনপুর
চরখিদরিপুর
চরখানপুর
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হরিয়ান ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৪,৫৬০ জন[১], যারা ৫,৯৫২টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১২,৪৮৮ জন এবং নারী হল ১২,০৭২ জন। ৫-৯ বছর বয়সী মোট ২,৬৪৬ জন রয়েছে, এদের মধ্যে পুরুষ ১,৩১০ জন এবং মহিলা ১,৩৩৬ জন। ১০-১৪ বছর বয়সী মোট জনসংখ্যা ২,৬৩৫ জন, যার মধ্যে পুরুষ ১,৪৩৫ জন এবং মহিলা ১,২০০ জন। ১৮ এবং তদুর্ধে মোট জনসংখ্যা ১৫,৮৫৮ জন, পুরুষ ৭,৮৯৩ জন এবং মহিলা ৭,৯৬৫ জন। ১৫-৪৯ বছর বয়সী মোট বিবাহিত মহিলা ৬,২৬৫ জন।
হরিয়ান ইউনিয়নে কলেজ ২টি, মাধ্যমিক বিদ্যালয় ২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫টি এবং গড় স্বাক্ষরতা হার ৪৬.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৩.৪% এবং পুরুষ শিক্ষার হার ৪৯.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
হরিয়ান ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস