Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

আলোচ্য বিষয় :- ০১। গত সভার বিষয় সমূহ পঠন ও অনুমোদন,

                   ০২। নিজেস্ব অর্থের দ্বারা মালা মাল ক্রয়,

                   ০৩। ভূমি হস্তান্তর করের অর্থ দ্বারা প্রকল্প গ্রহণ,

                    ০৪।খসড়া বাজেট সম্পর্কে আলোচনা,

 

সিদ্ধান্ত::- ১নং বিষয় আলোচনা করিয়া সভাপতি সাহেব গত সভার বিষয় সমূহ পঠন করিয়া শুনাইলে তাহা শ্রবন পূর্বক সঠিক হওয়ার সর্ব সম্পত্তি ক্রমে অনুমোদন করা হইল ।

 

২ নং আলোচ্য বিষয়:- নিজেস্ব অর্থের দ্বারা মালা মাল ক্রয়, 

সিদ্ধান্ত সমূহ  :-  অত্র ইউনিয়নের জন্য ২টা ঘড়ি, ও ্অত্র ইউনিয়নের জন্য এল.ই.ডি বাল্প ক্রয়, এবং অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো: আক্কাস আলী কে উক্ত সামগ্রী কিনার জন্য দ্বায়ীত্ব দেওয়া হলো। এবং উক্ত মালা মাল ক্রয়ের জন্য ২০,০০০/(বিশ হাজার) টাকা প্রদান করা হলো, 

 

৩ নং আলোচ্য বিষয়:-  ভূমি হস্তান্তর করের অর্থ দ্বারা প্রকল্প গ্রহণ, 

সিদ্ধান্ত :-  ভূমি হস্তান্তর করের অর্থ দ্বারা  ২টা প্রকল্প গ্রহন করা হয় ।

যথা:- ০১।  হরিয়ান দক্ষিণপাড়া স্বপনের বাড়ী হইতে রহমানের বাড়ী পযর্ন্ত ইটের ব্যাটস দ্বারা রাস্তা সংস্কার

        ০২।  কিসমত কুখণ্ডী শুকুরে জমি হতে বুধপাড়া কালামের পুকুর পযর্ন্ত  ইটের ব্যাটস দ্বারা রাস্তা সংস্কার

 

০৪। খসড়া বাজেট সম্পর্কে আলোচনা,

সিদ্ধান্ত :-  ২০১৯-২০২০ অর্থ বছরের খসড়া বাজেট সম্পর্কে আলোচনা অন্তে বাজেটে কিছু কিছু খাতে বরাদ্দ কম বেশি করার সিদ্ধান্ত গৃহীত হলো । 

 

 

অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকল সদস্যকে ধন্যবাদ দিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।

-অদ্যকার সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউপির ট্যাক্স আদায় মোটেও হচ্ছে না যা আদায় বৃদ্ধির লক্ষ্যে সকলকে কাজ করা দরকার।

সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সর্ব সম্মতি ক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়।