Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

আলোচ্য বিষয় :-১। একজন মহল্লাদার নিয়োগ প্রসঙ্গে।

             ২। ইউপি ট্যাক্স আদায় সংক্রান্ত।

             ৩।স্থায়ী কমিটি প্রসংগে।

             ৪। বিবিধ :-

 

নং আলোচ্য বিষয় :-অদ্যকার সভায় সভাপতি মহোদয় আলোচনা  করেন যে,০৩নং ওয়ার্ডের একজন মহল্লদার নিয়োগ করা প্রয়োজন। কারণ ০৩নং ওয়ার্ডের মহল্লদার মৃত্যুবরণ করার পর সেখাণে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এজন্য ঐ ওয়ার্ডের যেকোন তথ্য সঠিক ভাবে পাওয়া সম্ভব হচ্ছেন।  

সিদ্ধান্ত সমূহ  :-

১। এ ব্যাপারে সরকারের পূর্ব অনুমোদন গ্রহনের জন্য সভাপতি মহোদয়কে  অনুরোধ জানানো হলো।

২।  নিয়োগ সংক্রান্ত সকল ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানানো হলো।

 

নং আলোচ্য বিষয়:-অদ্যকার সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউপির ট্যাক্স আদায় মোটেও হচ্ছে না যা আদায় বৃদ্ধির লক্ষ্যে সকলকে কাজ করা দরকার।

সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সর্ব সম্মতি ক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়।

 

সিদ্ধান্ত সমূহ  :-

১। প্রতিটি আদায় কারীর সাথে স্ব স্ব ওয়ার্ডের গ্রামপুশিগন সহযোগীতা করবে।

২। যারা এককালীন ট্যাক্স পরিশোধ করেনা তাদের তালিকা প্রস্তত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করতে হবে।

 

৩ নং আলোচ্য বিষয়  :- অদ্যকার সভায় সভাপতি মহোদয় জানান যে, অত্র ইউনিয়নে ১৩ টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। কমিটি গুলো প্রতি ২ মাস পর পর সভায় মিলিত হবে এবং সিদ্ধান্ত সমূহ ইউনিয়ন পরিষদকে অবহিত করবে। কার্যত দেখা যাচ্ছে মিটিং গুলো নিয়মিত হয়না ।

 

সিদ্ধান্ত :-

১। এখন থেকে মিটিং গুলো নিয়মিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।

২। এ বিষয়ে সকল ইউপি সদস্য ব্যবস্থা গ্রহন করবে।

 

অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকল সদস্যকে ধন্যবাদ দিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।